CU Admission 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিজি সার্টিফিকেট কোর্সের সুযোগ, কোন বিষয়ে?

মার্চ থেকে জুন, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্সের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই কোর্সে মার্চ থেকে জুন, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

ডিজিটাল হিউম্যানিটিজ় অ্যান্ড কালচারাল ইনফরমেটিকস নামে ওই কোর্সটির পরিচালনায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেকস্টস অ্যান্ড রেকর্ডস। সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত ক্লাস হবে। অনলাইনে নয়, সামনাসামনি চলবে ক্লাস। কোর্স ফি জিএসটি-সহ ১৪,৭৫০ টাকা। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে অনার্স-সহ স্নাতক হতে হবে।

মূলত এই কোর্সের পাঠ দেওয়া হবে ডিজিটাল টেকনোলজি এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা সংক্রান্ত নানা বিষয়ে। ডিজিটাল টেকনলজির জন্য হিউম্যানিটিজ়ে যে পরিবর্তনগুলি আসছে, সেই বিষয়গুলিই পড়ানো হবে এতে। লেকচার, প্র্যাক্টিক্যাল ক্লাস, ওয়ার্কশপ, প্রদর্শন, গ্রুপ ডিসকাশন, প্রোজেক্ট-সহ আরও একাধিক পদ্ধতিতে পড়াশোনা চলবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement