যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
আয়ুর্বেদিক ওষুধের গুণাগুণ মূল্যায়নের জন্য গবেষণামূলক কাজ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণা প্রকল্পের জন্য একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ন্যাচরাল প্রোডাক্টসে গবেষণার কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের অর্থপুষ্ট।
প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ এবং সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ন’টি। নিযুক্তদের প্রথমে এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। যার মেয়াদ তাঁর কর্মদক্ষতার উপর নির্ভর করে সর্বাধিক তিন বছর করা হতে পারে।
পদ অনুযায়ী, নিযুক্তদের সাম্মানিক দেওয়া হবে মাসে ২৪,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৮,০০০ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ ভাতাও মিলবে।
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বা ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ।
সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ড ওয়ার্কার পদে আবেদনকারীদের ফার্মাসি, আয়ুর্বেদ, লাইফ সায়েন্সেস বা ভেটেরেনারি সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। ন্যূনতম নম্বর থাকবে ৬০ শতাংশ। বাকি পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। আগামী ১১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। আবেদনের বাকি শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।