যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বর্তমানে অটিজ়ম স্পেকট্রাম ডিজ়অর্ডার-যুক্ত শিশুর সংখ্যা নেহাত কম নয়। এই সমস্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়ানোর জন্য শিক্ষকতার প্রশিক্ষণ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি কোর্স। সম্প্রতি সেই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
বিএড স্পেশাল এডুকেশন (অটিজম স্পেকট্রাম ডিজ়অর্ডার) কোর্সটি বিশ্ববিদ্যালয় স্বীকৃত হলেও পড়ানো হবে প্রদীপ সেন্টার ফর অটিজ়ম ম্যানেজমেন্ট-এর অধীনস্থ প্রদীপ ট্রেনিং কলেজের তরফে। সংশ্লিষ্ট কোর্সটি কোর্সটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) কর্তৃক স্বীকৃত।
কোর্সে মোট ৩০টি শূন্য আসনে আগ্রহীরা কোর্সে ভর্তি হতে পারবেন। পাঠক্রমটির মেয়াদ দু’বছর। ক্লাস শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে।
কোর্সে আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স/ সোশ্যাল সায়েন্স/ হিউম্যানিটিজ়ের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁরা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন এই কোর্সে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৩১ অক্টোবর। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।