Jadavpur University

ওবিসিদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ আসনে ভর্তি নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ অগস্টে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ কার্যকর করার পথ পরিষ্কার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২
Share:

প্রতীকী চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ওবিসিদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ আসনে অপেক্ষমান ছাত্রছাত্রীদের তালিকা থেকে ভর্তি নিতে চলেছে। অর্থাৎ ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করতে চলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

আইনি জটিলতা কাটাতে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় স্নাতকে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ। ক্লাসও শুরু হয়ে গেছে অগস্ট মাস থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ অগস্টে কলকাতা হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ার ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ কার্যকর করার পথ পরিষ্কার হয়েছে। সোমবার যৌথ কমিটির বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কলা বিভাগের ডিন সুদীপ সুন্দর দাস বলেন, "আমাদের প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে। ১০ শতাংশ ওবিসি আসনে ভর্তি নেওয়া হবে। এই নিয়ে চূড়ান্ত বৈঠক এখন‌ও হয়নি।"

Advertisement

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ আসনে ওয়েটিং লিস্টের ওবিসি ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে আইনজীবীদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া প্রথম ধাপ সদ্য শেষ হয়েছে। ‌ অর্থাৎ ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণে যাদবপুরের ক্ষেত্রেও কোনও বাধা নেই মনে মনে করছেন কর্তৃপক্ষ।

ওবিসি সংরক্ষণে আইনি জটিলতার কারণে গত মে মাসে ৭ শতাংশ সংরক্ষণের আসনে ভর্তি প্রক্রিয়া শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ শতাংশ সংরক্ষিত আসল ফাঁকা রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, পরবর্তীকালে আইনি জটিলতার সমাধান হলে আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement