পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পরীক্ষা চলা কালে কোনও ভাবে ইনভিজিলেটর বা পরীক্ষক ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কোনও কর্মীকে হেনস্থা করা হলে গোটা পরীক্ষাই বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। ২০২৫-উচ্চ মাধ্যমিকের জন্য এমনই কড়া পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।
সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার উচ্চ মাধ্যমিক আয়োজিত হতে চলেছে এ বছর। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টার। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।
পরীক্ষা বাতিল প্রসঙ্গ:
প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা। নিজস্ব চিত্র।
ডিজিটাল নজরদারি:
প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজ়ারের ঘরে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। তার ব্যবস্থা সেন্টার-ইন-চার্জ কিংবা সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজ়ারকে করতে হবে। এ বার মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সর্বাধিক স্পর্শকাতর কেন্দ্র রয়েছে মালদহে। এই কেন্দ্রগুলিতে ভিডিয়োগ্রাফি করার ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে পরিদর্শনের জন্য বিশেষ দল হাজির হতে পারেন।
পরীক্ষার্থীর পরিসংখ্যান:
চলতি বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি, মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, গোটা দেশে এই প্রথম বার দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। সিবিএসই বোর্ড বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম উচ্চ মাধ্যমিকেও বহাল থাকছে। প্রশ্নপত্রও এমন ভাবেই করা হবে, যাতে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না পড়ে।
পরীক্ষার সময়সীমা:
প্রশ্নপত্রের সুরক্ষা ব্যবস্থা:
ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রতীকী চিত্র।
অন্য নিয়মাবলি:
ফলাফল প্রকাশ:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং উত্তর সংকেত (আনসার কি) প্রকাশ করা হবে ওয়েবসাইট-এ। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড থাকবে। শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ গিয়ে লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে। ফল প্রকাশের আগেই ফল বুঝতে পারবে তারা। সেই ফলাফল ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে।
পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরাসরি ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের মার্কশিটে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার— উভয় সেমিস্টারের নম্বর উল্লেখ থাকবে। এ ক্ষেত্রে কোনও সেমেস্টারে সাপ্লিমেন্টারি এলে তা মার্কশিটে লেখা হবে।