JEE Main Admit Card

জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছেন? প্রকাশিত হয়েছে ১৩ এপ্রিল পরীক্ষার অ্যাডমিট কার্ড

প্রতি দিনের পরীক্ষার জন্য আলাদা ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে পড়ুয়াদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৭:৪৩
Share:

প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। প্রতীকী ছবি।

২০২৩ বর্ষের দ্বিতীয় সেশনের যে সমস্ত পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা দিচ্ছেন, তাঁদের পরবর্তী পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)- র তরফে প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড।

Advertisement

১৩ এপ্রিল পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ড লাগবে। সুতরাং, যে সমস্ত পড়ুয়ার ঐ দিন পরীক্ষা রয়েছে তাঁরা এনটিএ-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।৬ এপ্রিল থেকে শুরু হয়েছে জয়েন্ট এনট্রান্স মেন-এর পরীক্ষা (জেইই মেন)। ৬, ৮, ১০, ১১-এর পর ১২, ১৩ এবং ১৫ তারিখ পরীক্ষা হবে। প্রতি দিনের পরীক্ষার জন্য আলাদা ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে পড়ুয়াদের।

পড়ুয়াদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন ‘অ্যাপ্লিকেশন নম্বর’ এবং জন্মতারিখের বিস্তারিত তথ্য।

Advertisement

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড:

  • পড়ুয়াদের প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির জেইই মেন-এর ওয়েবসাইটে (jeemain.nta.nic.in) যেতে হবে।
  • ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিট কার্ড’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করলে লগ ইন করতে পারবেন।
  • এর পরেই অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।
  • সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ২০২৩ বর্ষের দ্বিতীয় সেশনে প্রায় ৯.৪ লক্ষ পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষার দিন অবশ্যই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন