Madrasah 3rd Semester 2026 Topper

ক্রিকেট বিশ্বকাপে মেয়েদের খেলায় মুগ্ধ কামরান, ফাজিলের তৃতীয় সেমেস্টারে দখল করেছে প্রথম স্থান

মুর্শিদাবাদের লালবাগ এলাকার বাসিন্দা কামরান। স্কুল, হোসেন নগর দারুল ওলাম সিনিয়র মাদ্রাসা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

কামরান। ছবি: সংগৃহীত।

“বিশ্বকাপে মেয়েরা সেরা খেলেছে”।

Advertisement

ক্রিকেটের প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত ফাজিল পরীক্ষার তৃতীয় সেমেস্টারে প্রথম কামরান। বুধবার দুপুরে প্রকাশিত হয়েছে মাদ্রাসা ফাজিলের তৃতীয় সেমেস্টারের ফলাফল। পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে প্রথম দশের মেধাতালিকা। সেখানেই প্রথম স্থানে উজ্জ্বল কামরানের নাম।

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ঘোষণায় প্রথম স্থানে নিজের নাম দেখে অবিশ্বাস্যই লেগেছে বলেই জানিয়েছে কামরান। মোট ২৪০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ২২৪।

Advertisement

মুর্শিদাবাদের লালবাগ অঞ্চলের বাসিন্দা কামরান। হোসেন নগর দারুল ওলাম সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করে। চার ভাইবোনের সংসারে সবচেয়ে ছোট সে-ই। তিন দিদিরই বিয়ে হয়ে গিয়েছে। বাবা আবুল কাশেম পেশায় স্কুল শিক্ষক। মা ঘর সামলান। বাড়ির সকলের আদরের ছেলের সাফল্যে খুশি পরিবার থেকে পাড়া-প্রতিবেশী সকলেই।

ফাজিলের পরীক্ষায় প্রথম এই ছাত্র অবসরে পছন্দ করে ক্রিকেট খেলতে আর ছবি আঁকতে। পরীক্ষার প্রস্তুতির সময়েও বাদ যায়নি মেয়েদের বিশ্বকাপ বা অন্য ক্রিকেট ম্যাচ দেখা। পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি।

সারাদিন বইয়ে মুখ গুঁজে কাটায়নি কামরান। স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে অবলীলায় বলে, “আমার যখন ইচ্ছে পড়তাম। কোনও ধরাবাধা সময় ছিল না। তবে গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, বন্ধুবান্ধব— সকলের সাহায্যই পেয়েছি।” আপাতত তাকিয়ে ফাজিলের দ্বিতীয় সেমেস্টারের ফলাফলের দিকে।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষাও হয়েছে ওএমআর শিট-এ। সেই পরীক্ষার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এ বার পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রেরা (৯৬.০৬ শতাংশ)। ছাত্রীদের পাশের হার ৯০.০৯ শতাংশ। এই পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫,৫০৪ জন। মোট পাশের হার ৯৩.৩৮ শতাংশ, ২০২৪-এর তুলনায় ০.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement