Kendriya Vidyalaya

আলিপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে

আবেদন জানানোর জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় বিদ্যালয়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে নিযুক্তদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৭:৪৮
Share:

শিক্ষকতার সুযোগ আলিপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ে। সংগৃহীত ছবি।

রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন শাখায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ের ওয়েবসাইটগুলিতে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। শিক্ষক, প্রশিক্ষক, নার্স এবং চিকিৎসক-সহ প্রচুর পদের জন্য কলকাতায় আলিপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্যান্ড হাসপাতাল শাখাতেও লোক নেওয়া হবে। সমস্ত পদে চুক্তির ভিত্তিতে এ বার আংশিক সময়ের জন্য নিয়োগ হবে। কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সব পদে নিয়োগ হবে।

Advertisement

পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক) পদে হিন্দি, ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, গণিত, ইতিহাস, ভূগোল, ইকনমিক্স, কম্পিউটার সায়েন্স এবং কমার্সের জন্য নিয়োগ করা হবে। হিন্দি, ইংরেজি, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, গণিত এবং সংস্কৃতের জন্য টিজিটি (প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক) নিয়োগ করা হবে। এ ছাড়াও, পিআরটি (প্রাথমিক শিক্ষক), কম্পিউটার প্রশিক্ষক, কাউন্সেলর, স্পেশাল এডুকেটর, নার্স এবং কোচ (যোগাসন, নাচ এবং খেলাধুলো)। আবেদন জানানোর জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় বিদ্যালয়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে নিযুক্তদের।

পিআরটি পদে আবেদনের জন্য প্রার্থীদের দ্বাদশ স্তরের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। পাশাপাশি থাকতে হবে সিটেট পরীক্ষায় প্রথমপত্র পাশের সার্টিফিকেট। একই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকাও জরুরি। একই ভাবে অন্যান্য পদের জন্যেও প্রয়োজন নির্দিষ্ট কিছু যোগ্যতার।

Advertisement

আগামী ২২ মার্চ সকাল ৮টা থেকে সমস্ত পদে নিয়োগের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখতে হবে আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি। তবে তার আগে বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আগামী ২০ মার্চ বিকেল ৪টের মধ্যে ইন্টারভিউয়ের জন্য রেজিস্টার করতে হবে। নিয়োগের অন্যান্য শর্তাবলির জন্য বিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন