নার্সিং-এ বিশেষজ্ঞ হওয়ার উপায় কী? প্রতীকী চিত্র।
স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসকদের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই পেশায় ৪৭ শতাংশ ব্যক্তি কাজ করে থাকেন। সঠিক এবং যথাযথ পরিষেবার জন্য নার্সিং নিয়ে স্নাতক স্তরে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের পরে বিশেষজ্ঞ হওয়ার সুযোগ ও দেওয়া হয়ে থাকে।
কারা পড়তে পারবেন?
এর জন্য পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স করতে পারবেন নার্সিং-এ স্নাতক এবং ডিপ্লোমা অর্জনকারী ব্যক্তিরা। এ ছাড়াও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁরা এই বিশেষ ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন।
রাজ্যের নার্সিং কাউন্সিল অনুমোদিত যে সমস্ত কোর্সগুলি করানো হয়ে থাকে, সেগুলি হল—
১. কার্ডিয়ো ভাসকুলার থোরাসিক নার্সিং
২. সাইকিয়াট্রিক নার্সিং
৩. নিউরো সায়েন্স নার্সিং
৪. অনকোলজি নার্সিং
চলতি শিক্ষাবর্ষে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তরফে অনকোলজি নার্সিং বিষয়ে পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে হবে। এর জন্য অনলাইনে আবেদন জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ১২ অগস্ট।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তরফে নার্সিং বিভাগে বিশেষজ্ঞ হয়ে ওঠার পঠনপাঠন চলাকালীন ভাতা হিসাবে ১২,০০০ টাকা দেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে প্রতি মাসের ভাতা বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর নির্ভর করে থাকে।
নার্সিংয়ে পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স কোথায় করার সুযোগ রয়েছে? প্রতীকী চিত্র।
কোর্স ফি:
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি-সহ বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স করার জন্য তিন হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে ওই অঙ্ক ৬০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়।
তবে, শুধুমাত্র রাজ্যেই নয়, দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল একাধিক বিষয়ে নার্সিং বিশেষজ্ঞ হয়ে ওঠার পঠনপাঠন চলে। সে ক্ষেত্রে কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার সুযোগ রয়েছে, তার একটি তালিকা দেওয়া হল—
১. ক্রিটিক্যাল কেয়ার নার্সিং
২. কার্ডিয়ো-ভাসকুলার থোরাসিক নার্সিং
৩. নিউরো সায়েন্স নার্সিং
৪. অনকোলজি নার্সিং
৫. অপারেশন রুম নার্সিং
৬. নিওনেটাল নার্সিং
৭. সাইকিয়াট্রিক/মেন্টাল হেলথ নার্সিং
৮. ইমার্জেন্সি অ্যান্ড ডিজ়াস্টার নার্সিং
৯. অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন নার্সিং
১০. জেরিয়াট্রিক নার্সিং
১১. রেনাল নার্সিং
১২. বার্ন নার্সিং
স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও ক্রমবর্ধমান চাহিদার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি, নার্সদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সে ক্ষেত্রে উল্লিখিত কোর্সগুলি চাকরির ক্ষেত্রেও বেশি সুবিধা পাওয়ার সুযোগ করে দেবে।