NEET PG 2025 Counselling

মেডিক্যাল স্নাতকোত্তরে কমল আসনসংখ্যা, বাড়ল নিট পিজি-র ‘চয়েস ফিলিং’-এর মেয়াদ

নিট পিজি-র কাউন্সেলিং হবে মোট তিনটি রাউন্ডে। এমসিসি অল ইন্ডিয়া কোটার প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। বরাদ্দ আসনসংখ্যা ঘোষণা করার কথা ছিল ৮ নভেম্বর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:১৪
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরের নিট পিজি কাউন্সেলিং-এর জন্য বাড়ানো হল সময়সীমা। মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির এই কাউন্সেলিং-এর প্রথম রাউন্ডের ‘চয়েস ফিলিং-এর মেয়াদ বাড়াল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) এবং ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (এনবিই)-র দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই সময়সীমায় পরিবর্তন বলে জানিয়েছে এমসিসি।

Advertisement

এমসিসি-র দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনএমসি-র তরফ থেকে কিছু তথ্য তাঁদের পাঠানো হয়েছে। এ ছাড়া, এনবিই-ও প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য পিজি ডিএনবি কোর্সে মোট ১৬৯টি আসনসংখ্যা কমিয়েছে। এ জন্য এমসিসি-র ডিরেক্টরেট জেনারেল অফ হেল্‌থ সার্ভিসেস (ডিজিএইচএস) আবার আসন বিন্যাসে পরিবর্তন আনছে। বদলানো হবে প্রথম রাউন্ডের কাউন্সেলিং সূচিও। শুধু এআইকিউ (অল ইন্ডিয়া কোটা)-র জন্য নয়, রাজ্য স্তরের কোটার ক্ষেত্রেও এই কারণে কিছুটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তিত সূচি এবং আসনবিন্যাস আর কিছুদিনেই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে এমসিসি।

উল্লেখ্য, নিট পিজি-র কাউন্সেলিং হবে মোট তিনটি রাউন্ডে। এমসিসি অল ইন্ডিয়া কোটার প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। আসন বরাদ্দের ফল ঘোষণা করার কথা ছিল ৮ নভেম্বর।

Advertisement

চলতি বছরে নিট পিজি উত্তীর্ণেরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তাঁদের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, সেন্ট্রাল ইন্টারনাল কোটা, ইন সার্ভিস কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ভিত্তিতে নানা কোর্সে ভর্তি নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement