প্রতীকী চিত্র।
চলতি বছরের নিট পিজি কাউন্সেলিং-এর জন্য বাড়ানো হল সময়সীমা। মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির এই কাউন্সেলিং-এর প্রথম রাউন্ডের ‘চয়েস ফিলিং-এর মেয়াদ বাড়াল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) এবং ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (এনবিই)-র দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই সময়সীমায় পরিবর্তন বলে জানিয়েছে এমসিসি।
এমসিসি-র দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনএমসি-র তরফ থেকে কিছু তথ্য তাঁদের পাঠানো হয়েছে। এ ছাড়া, এনবিই-ও প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য পিজি ডিএনবি কোর্সে মোট ১৬৯টি আসনসংখ্যা কমিয়েছে। এ জন্য এমসিসি-র ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস (ডিজিএইচএস) আবার আসন বিন্যাসে পরিবর্তন আনছে। বদলানো হবে প্রথম রাউন্ডের কাউন্সেলিং সূচিও। শুধু এআইকিউ (অল ইন্ডিয়া কোটা)-র জন্য নয়, রাজ্য স্তরের কোটার ক্ষেত্রেও এই কারণে কিছুটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তিত সূচি এবং আসনবিন্যাস আর কিছুদিনেই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে এমসিসি।
উল্লেখ্য, নিট পিজি-র কাউন্সেলিং হবে মোট তিনটি রাউন্ডে। এমসিসি অল ইন্ডিয়া কোটার প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। আসন বরাদ্দের ফল ঘোষণা করার কথা ছিল ৮ নভেম্বর।
চলতি বছরে নিট পিজি উত্তীর্ণেরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তাঁদের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, সেন্ট্রাল ইন্টারনাল কোটা, ইন সার্ভিস কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ভিত্তিতে নানা কোর্সে ভর্তি নেওয়া হয়।