Govt Internship for Students

সাইবার সুরক্ষার কৌশল শেখাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সুযোগ পাবেন স্নাতকস্তরে পাঠরত পড়ুয়ারাও

পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘উইন্টার ইন্টার্নশিপ’-এর মাধ্যমে প্রশিক্ষণ দেবেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার-এর বিশেষজ্ঞরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিজিটাল যুগে অনলাইনে পড়াশোনা করার প্রতি আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে অনলাইন অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও ক্রমশই বেড়ে চলেছে। তাই সাইবার দুনিয়ার ভালমন্দের বিষয়ে তাঁদের সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই প্রশিক্ষণ দেওয়া হবে মন্ত্রক অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার-এর তরফে।

Advertisement

গণজ্ঞাপন ও সাংবাদিকতা, কৃত্রিম মেধা, ডিজিটাল জার্নালিজ়ম, ক্রিমিনোলজি, সোশিয়োলজি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার ফরেন্সিকস, ব্লকচেন টেকনোলজি, ম্যালওয়্যার অ্যানালিসিস, ডেটা অ্যানালিটিক্স কিংবা সমতুল বিষয়ে পাঠরত স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি কোর্সের পড়ুয়ারা ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

ইন্টার্নশিপ চলাকালীন স্নাতক স্তরের পড়ুয়ারা ৬ হাজার, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ১০ হাজার এবং পিএইচডি স্তরের পড়ুয়ারা ২০ হাজার টাকা প্রতি মাসে ভাতা হিসাবে পাবেন। বাছাই করা পড়ুয়াদের নয়া দিল্লির দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ইন্টার্নশিপ চলবে। মোট ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার-এর ওয়েবসাইট মারফত আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ১৭ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement