নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে স্নাতকতোত্তর স্তরে পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি হওয়ার জন্য উত্তীর্ণ হতে হবে বিশেষ প্রবেশিকায়। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।
প্রতিষ্ঠানের স্কুল অফ এগ্রিকালচার সায়েন্সেস-এর তরফে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই।
আবেদন করবেন কী ভাবে?
যে কোনও বিভাগে ভর্তি হওয়া যাবে কুয়েট পিজি উত্তীর্ণ হয়েই। প্রবেশিকায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে কুয়েট পিজি ভর্তির আবেদন প্রক্রিয়াতে যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আর যদি আবেদনপত্রে ভুল থাকে, তা সংশোধন করা যাবে ২৩ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।