FAT 2025 Registration

মেডিক্যাল শাখার ট্রেনিদের পরীক্ষা নেবে এনবিইএমএস, ফল প্রকাশ হবে কবে?

ন্যাশনাল বোর্ড অফ এক্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস-এর (এনবিইএমএস) তরফে মেডিক্যাল শাখার বিভিন্ন কোর্সের ট্রেনিদের মূল্যায়নের জন্য বিশেষ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৫:৩৩
Share:

মেডিক্যাল শাখার পড়ুয়াদের পরীক্ষার দিন ঘোষণা করল এনবিইএমএস। ছবি: সংগৃহীত।

মেডিক্যাল শাখার স্পেশ্যালিটি, সুপার স্পেশ্যালিটি, ডিপ্লোমা এবং পোস্ট ডিপ্লোমা কোর্সের ট্রেনিদের মূল্যায়নের দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এক্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। ফরমেটিভ অ্যাসেসমেন্ট টেস্ট (এফএটি / ফ্যাট) ১৪ নভেম্বর নেওয়া হবে।

Advertisement

২০২১ থেকে ২০২৪ পর্যন্ত যাঁরা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) পোস্ট ডিপ্লোমা, ডক্টরেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনআরবি) সুপার স্পেশালিটি, এনবিইএমএস ডিপ্লোমা, ডিএনবি পোস্ট এমবিবিএস কোর্সের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাই এই পরীক্ষা দিতে পারবেন।

মূলত, মেডিক্যাল শাখায় এমবিবিএস ডিগ্রি অর্জনের পরবর্তী পর্যায়ে যাঁরা ডিপ্লোমা করে থাকেন, তাঁরা কতটা শিখলেন, কতটা শেখা বাকি রয়েছে— এই সবের মূল্যায়ন এফএটি-র মাধ্যমে করা হয়। সাধারণত কোর্সের ক্লাস শুরু হওয়ার এক থেকে দু’বছরের মধ্যে প্রশিক্ষণ চলাকালীন এই পরীক্ষায় বসতে হয়। তবে, ডিএনবি পোস্ট এমবিবিএস কোর্সের ক্ষেত্রে চার বছরের প্রশিক্ষণ নিয়েছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পরীক্ষায় বসতে পারবেন।

Advertisement

সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে থিয়োরি, ওয়ার্ক বেসড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং পারফরমেন্স কাউন্সেলিং সেশনের মাধ্যমে ট্রেনিদের মেধা এবং যোগ্যতা নির্ণয় করা হবে। অনলাইনে আগ্রহীরা নাম নথিভুক্ত করতে পারবেন। এক্জ়ামিনেশন ফি হিসাবে ৬,০০০ টাকা ধার্য করা হয়েছে। তবে, নিয়ম অনুযায়ী, ওই টাকা প্রার্থীদের প্রতিষ্ঠানকে অনলাইনে জমা দিতে হবে।

অনলাইনে ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষায় নাম নথিভুক্তকরণের সুযোগ পাবেন। ১০ নভেম্বর থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। ১৪ নভেম্বর লিখিত পরীক্ষা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বেসড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ডিসেম্বর, ২০২৫ থেকে ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement