Winter Internship 2026

জাতীয় সড়ক প্রকল্পের কাজে আগ্রহী! মিলবে হাতেকলমে প্রশিক্ষণ, সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে ৬০০-র বেশি পড়ুয়াদের জাতীয় সড়ক প্রকল্পে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৩:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

স্নাতক স্তরের পড়াশোনার সঙ্গেই কাজ শেখার সুযোগ দিচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার তরফে ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়াদের হাতে কলমে জাতীয় সড়ক প্রকল্পের অধীনে কাজ শেখানো হবে।

Advertisement

উচ্চশিক্ষা মন্ত্রকের জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, এক্সপেরিমেন্টাল লার্নিং, ইন্ডাস্ট্রি এক্সপোজ়ার-এর মাধ্যমে কলেজ স্তর থেকেই পড়ুয়ারা যাতে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন, তা সুনিশ্চিত করতে হবে। সেই বিধি মেনেই ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের জন্য উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া।

জাতীয় সড়ক তৈরির জন্য যে কারিগরি বিদ্যা এবং প্রযুক্তির প্রয়োগ করা হয়ে থাকে, তার খুঁটিনাটি ওই ইন্টার্নশিপের মাধ্যমে শেখানো হবে। এ ছাড়াও পড়ুয়াদের কাছে অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমস, ইলেকট্রনিক টোল কালেকশন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে জানার সুযোগ থাকছে।

Advertisement

ছবি: সংগৃহীত।

প্রতিষ্ঠানের তরফে এ জন্য আলাদা করে আবেদনের পোর্টালও চালু করা হয়েছে। সিভিল থেকে মেকানিক, ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্স— দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি-সহ এআইসিটিই অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক স্তরের পড়ুয়ারা ওই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

প্রতিটি প্রকল্পে কাজে জন্য ৪ জন করে পড়ুয়াদের বেছে নেওয়া হবে। প্রশিক্ষণের জন্য প্রাথমিক ভাবে ৬০০ জনকে কাজ শেখানো লক্ষ্যমাত্রা স্থির করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এক থেকে ছ’মাসের চুক্তিতে পড়ুয়ারা কাজ শিখে নিতে পারবেন। প্রতি মাসে ভাতা হিসাবে দেওয়া হবে ২০,০০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement