NIFT PhD Admission 2026

ফ্যাশন বা অন্দরসজ্জায় পিএইচডি! আসনসংখ্যা বৃদ্ধি ছাড়া আর কোন নিয়ম বদল করল এনআইএফটি?

জামা কাপড়ের নকশা তৈরি কিংবা অন্দর সজ্জার খুঁটিনাটি বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে এ দেশেই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ওই কোর্সের জন্য আসনসংখ্যা বৃদ্ধি করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১২:২২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পোশাকের নকশা বা গৃহসজ্জার কারিগর হতে আগ্রহীদের পিএইচডি করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠানের তরফে ওই কোর্সের জন্য আসনসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এনআইএফটি টিচিং ফেলো বিভাগের অধীনে পূর্ণ সময়ের পিএইচডি-র জন্য ২০ জনকে ভর্তি নেওয়া হবে। আগে ওই বিভাগের অধীনে পাঁচজনকে ভর্তি নেওয়া হত।

Advertisement

এ ছাড়াও ওই বিভাগের অধীনে পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার পর আলাদা করে তফশিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত, আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের কোনও ফি জমা দিতে হবে না। এ জন্য তাঁদের একটি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে, পাশ করতে হবে ইন্টারভিউও।

পিএইচডি-র সঙ্গে ওই বিভাগের ফেলোদের শিক্ষকতা বা গবেষণার কাজে সহায়তা করতে হয়। এ জন্য তাঁদের আলাদা করে ৩১ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সাহায্য বরাদ্দ করা হয়ে থাকে। ওই বিভাগের প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, যাঁরা সাধারণ বিভাগের অধীনে ফুল টাইম বা পার্ট টাইম পিএইচডি করতে চাইছেন, তাঁদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা নির্ধারিত নেই।

Advertisement

ছবি: এআই।

কোথায় পরীক্ষা হবে?

দেশের ১০০টি শহরে ওই প্রবেশিকা নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

কী ভাবে পরীক্ষা হবে?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রানস্ এগজামিনেশন (এনআইএফটিইই) শীর্ষক ওই প্রবেশিকা এপ্রিল মাসে হতে চলেছে। পরীক্ষাটি হিন্দি এবং ইংরেজি ভাষায় দেওয়ার সুযোগ থাকছে। কাগজ-কলম এবং কম্পিউটার— উভয় মাধ্যমেই প্রবেশিকা দিতে পারবেন আগ্রহীরা।

কী ভাবে আবেদন করতে পারবেন?

আগ্রহীরা ৫,০০০ টাকা আবেদনমূল্য দিয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ১৮ এবং ১৯ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement