PGDM Admission 2026

বিনিয়োগ পরিষেবায় চাকরির সুযোগ খুঁজছেন? জানতে হবে অর্থ ব্যবস্থাপনার খুঁটিনাটি, শেখাবে সেবি

সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেটস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্সের অধীনে এই সমস্ত বিষয় শেখাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১২:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

লগ্নির দুনিয়ায় উত্থান পতন চলতেই থাকে। অর্থনীতির পরিসরে রাজনৈতিক ঘটনার প্রভাব দীর্ঘমেয়াদি। এই পরিস্থিতিতে বাজারদর, সুদের হার, লগ্নির পরিমাণ, ব্যাঙ্কের পরিষেবার মতো ক্ষেত্রকে সচল রাখেন বিশেষজ্ঞেরা। কাজের দুনিয়ায় বিশেষজ্ঞ হওয়ার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং বিষয়ভিত্তিক জ্ঞান।

Advertisement

এমন বিষয়ে পড়াশোনার জন্য বিশেষ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করাবে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। ওই সংস্থার অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেটস-এর অধীনে ক্লাস করানো হবে।

কী কী শেখানো হবে?

Advertisement

অর্থনীতি, ফিনানশিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, কর্পোরেট ফিনান্স, পোর্টফোলিয়ো ম্যানেজমেন্ট, ইকুইটি ভ্যালুয়েশন, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ়, ডিরাইভেটিভস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, মিউচুয়াল ফান্ডস, ওয়েলথ ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্ত কিছু ওই কোর্সের মাধ্যমে শেখানো হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর প্লেসমেন্টের সুযোগ পাবেন পড়ুয়ারা।

কারা ক্লাস করবেন?

সিকিউরিটিস মার্কেট বিভাগে কাজ করতে আগ্রহী, এমন ব্যক্তিরা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করতে পারবেন। অর্থনীতি, আইন, গণিত, রাশিবিজ্ঞান, ম্যানেজমেন্ট, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকদের ওই কোর্সটিতে ভর্তি নেওয়া হবে। স্নাতক স্তরে তাঁদের ৫৫ শতাংশের বেশি নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা জ়েভিয়ার অ্যাপটিটিউড টেস্ট-এর (এক্সএটি) মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আগ্রহীদের অনলাইনে ২৩ মার্চ-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ৪ থেকে ৯ মে-এর মধ্যে। ক্লাস ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে। আবেদনমূল্য ১,০০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement