NEE SS 2025

বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য নিটএসএস-এর নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু, পরীক্ষা কবে?

২৭ এবং ২৮ ডিসেম্বরের পরীক্ষার জন্যই বুধবার থেকে দেশ জুড়ে শুরু হয়ে গেল নথিভুক্তিকরণ প্রক্রিয়া। যে সমস্ত প্রার্থী ডক্টরেট অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি এবং চিকিৎসাবিদ্যার অন্যান্য সুপার স্পেশালিটি বিষয়গুলি পড়তে চান তাঁদের নিট এসএস উত্তীর্ণ হতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৩
Share:

প্রতীকী ছবি।

অবশেষে চালু হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটির (নিট এসএস) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ৫ নভেম্বর বেলা ৩টে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলতি বছর দু’বার পরিবর্তন করা হয়েছিল নিট এসএস-র দিনক্ষণ।

Advertisement

প্রথমে ঠিক হয়েছিল ৭ এবং ৮ নভেম্বর পরীক্ষা হবে। পরে সেই তারিখ পরিবর্তন করে ২৭ এবং ২৮ নভেম্বর করা হয়েছিল। কিন্তু ফের ২২ অক্টোবর আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশ জুড়ে এই পরীক্ষার আয়োজন করা হবে ২৭ এবং ২৮ ডিসেম্বর। ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমোদনেই এনবিইএমএস-র তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৩-এ দিল্লির জি২০ শীর্ষ সম্মেলনের কারণে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।

২৭ এবং ২৮ ডিসেম্বরের পরীক্ষার জন্যই বুধবার থেকে দেশ জুড়ে খুলে গেল রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা ডক্টর অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি এবং চিকিৎসাবিদ্যার অন্যান্য সুপার স্পেশালিটি বিষয়গুলি পড়তে চান তাঁদের নিট এসএস উত্তীর্ণ হতে হয়। natboard.edu.in এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

দু’টি ভাগে পরীক্ষা হবে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষায় ১৫০টি মাল্টিপল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ) থাকবে। মোট নম্বর থাকবে ৬০০। পরীক্ষা চলবে আড়াই ঘণ্টা ধরে।

উল্লেখ্য, বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার জন্য প্রয়োজন ডিএম/ এমসিএইচ/ ডিআরএনবি-র। প্রতি বছর এর জন্য এনবিইএমএস-এর তরফে জাতীয় স্তরে নিট এসএস-এর আয়োজন করা হয়। যাঁরা মেডিক্যালের বিভিন্ন ক্ষেত্রে এমডি/ এমএস/ ডিএনবি অর্জন করেছেন, তাঁরাই এই পরীক্ষা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement