NEET PG 2025 Counselling

‘আনসার কি’ প্রকাশের নিয়ম নিয়ে ধোঁয়াশা! সঠিক তথ্য জানাতে হবে এনবিই-কে, নির্দেশ সুপ্রিম কোর্টের

শুক্রবার নিট পিজি ২০২৫ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, একজনের অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত চলবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৪:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন প্রকাশ করা যাচ্ছে না নিট পিজি-র ‘আনসার কি’? ন্যাশনাল বোর্ড অফ এক্‌জ়ামিনেশন-কে (এনবিই) সঠিক তথ্য জানাতে হবে। এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকার ফলাফলে অস্বচ্ছতার অভিযোগে মামলা চলছে সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন ‘আনসার কি’ প্রকাশের নিয়ম জানতে চান ডিভিশন বেঞ্চের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি। উত্তরে এনবিই জানায়, উত্তর সংক্রান্ত তথ্য প্রকাশের নিয়মাবলি এনবিই-এর ওয়েবসাইটে নেই। পরে এক হলফনামায় ওই নিয়মাবলি ‘আনরিটন পলিসি’ বা অলিখিত নীতি হিসাবে মান্য করা হয় বলে উল্লেখ করে তারা। কিন্তু ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কোন নিয়মের অধীনে ‘আনসার কি’ প্রকাশ করা হয়নি, তা হলফনামা দিয়ে জানাতে হবে। সঠিক তথ্যও পেশ করতে হবে শীর্ষ আদালতে।

এনবিই-র নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সময়ই একটি ‘নন-ডিসক্লোজ়ার এগ্রিমেন্ট’ সই করেন। সেখানেই ‘আনসার কি’ দেখতে পারবেন কি না, সে সংক্রান্ত তথ্য থাকে। এ প্রসঙ্গে বিচারপতি পিএস নরসিংহ উল্লেখ করেন ইউপিএসসি-র নিয়ম বদলের সিদ্ধান্তের কথা। সম্প্রতি শীর্ষ আদালতে দায়ের হওয়া একটি মামলায় ইউপিএসসি জানিয়েছিল, সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা শেষে প্রভিশনাল ‘আনসার কি’ প্রকাশ করা হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই একই নিয়ম এ ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে শীর্ষ আদালত।

Advertisement

শুক্রবার এনবিই-এর আইনজীবীরা অবশ্য অভিযোগ করেন, মামলায় ‘আনসার কি’ প্রকাশের জন্য কোচিং সেন্টারগুলি প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারা চাইছে প্রশ্ন পত্র নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে চর্চা করতে। এতে পরীক্ষার মান প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন এনবিই কর্তৃপক্ষ।

যদিও এই বক্তব্যের সাপেক্ষে অপর পক্ষ পরীক্ষাব্যবস্থা অসঙ্গতি এবং অচ্ছতার পাল্টা অভিযোগ জানালে, শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ব্যক্তি বিশেষের অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement