NEET PG

নিট পিজি মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল

যে প্রার্থীরা এখনও রেজিস্টার করেননি, তাঁরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ২১:০১
Share:

নিট পিজি কাউন্সেলিং সংগৃহীত ছবি

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি কাউন্সেলিংয়ের মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল। যে প্রার্থীরা এখনও রেজিস্টার করেননি, তাঁরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন।

Advertisement

এখন মপ আপ রাউন্ডে শিক্ষার্থীরা রেজিস্টার করতে পারবেন আগামী ১৩ নভেম্বরের পর্যন্ত। শিক্ষার্থীরা বিকল্প বাছাই নিশ্চিতও করতে পারবেন ১৩ নভেম্বর পর্যন্ত।

প্রার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

Advertisement

১. প্রথমে এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ যেতে হবে।

২.এ বার হোমপেজে 'নিট পিজি ২০২২ কাউন্সেলিং মপ আপ রাউন্ড' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলস দিলেই আবেদনপত্রটি দেখা যাবে স্ক্রিনে।

৪. প্রার্থীদের এর পর আবেদনপত্রটি পূরণ করে সেটি ও বরাদ্দ আবেদনমূল্যটি জমা দিয়ে দিতে হবে।

৫.এ বারে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

এর আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া, রেজাল্ট ঘোষণার কথা ছিল ৯ নভেম্বর তারিখে ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement