NSOU UG Admission 2025

মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্তরে পড়বেন? স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে এনএসওইউ

২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জুলাই পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ২১:২১
Share:

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ বিভিন্ন বিষয়ে চার বছরের স্নাতক কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জুলাই পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Advertisement

স্কুল অফ হিউম্যানিটিজ়-এর দু’টি বিষয়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর চারটি বিষয়, স্কুল অফ সায়েন্সেস-এর পাঁচটি বিষয়, স্কুল অফ এডুকেশনের একটি বিষয় এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর দু’টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য প্রার্থীর দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আবেদনের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ১ অগস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement