CA Admission 2025

উচ্চ মাধ্যমিকের পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চান? কী ভাবে পড়া যায়, পেশাগত দিক কী কী?

এক জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য, প্রার্থীকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত কোর্স করতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:২২
Share:

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিকের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ) নিয়ে পড়া যায়। সেই মতো কোর্সও রয়েছে। এখন বহু মানুষ সিএ পেশা হিসাবে বেছে নিচ্ছেন। সিএ নিয়ে পড়ার আগে, এই বিষয়ে কী কোর্স রয়েছে, কোথায় পড়ানো হয় এবং পেশাগত দিক কী কী রয়েছে সেই সমস্ত বিষয়ে জেনে রাখা প্রয়োজন।

Advertisement

একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য, প্রার্থীকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত কোর্স করতে হয়। সিএ কোর্সে তিনটি প্রধান স্তর রয়েছে- ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল। এই তিনটি স্তরে পড়ার জন্য প্রার্থীদের যোগ্যতা আলাদা হয়।

যোগ্যতা

Advertisement

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণিতে কমার্স বিভাগে পাশ করতে হবে। কমার্স বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে। অন্যান্য বিভাগ থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করলেও সিএ কোর্স করা যায়।

তিনটি পর্যায় কী ভাবে পড়াশোনা

সিএ নিয়ে পড়তে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সিএ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়া। এর জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-তে প্রার্থীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করেই ভর্তি হওয়া যায়।

সিএ ফাউন্ডেশনের পর প্রার্থী ইন্টারমিডিয়েট কোর্স করতে হয়। এতে দু’টি বিভাগ রয়েছে। মোট ৮টি পেপার থাকে দু’টি বিভাগে। প্রথম ও দ্বিতীয় বিভাগে চারটি করে পেপার। পরবর্তী স্তরে অগ্রসর হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই উভয় গ্রুপে সফল ভাবে উত্তীর্ণ হতে হবে। এর পর আর্টিকেলশিপ এর জন্য নাম নথিভুক্ত করতে হবে। সিএ পাঠ্যক্রমের মূল বিষয় হল আর্টিকেলশিপ। তিন বছরের জন্য আর্টিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন অনুশীলনকারী সিএ-এর সঙ্গে কাজ করতে হবে। আর্টিকেলশিপ চলাকালীন প্রার্থীকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির চূড়ান্ত পরীক্ষার জন্য নিজের নাম নথিভুক্ত করতে হবে। তার পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সির চূড়ান্ত পরীক্ষা পাশ করতে হয় প্রার্থীকে। চূড়ান্ত পরীক্ষা পাশের পর প্রার্থী ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-এর সদস্যপদ পান এবং সিএ হিসাবে নিজের কর্মজীবন শুরু করতে পারেন।

চাকরির সুযোগ

একজন সিএ সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় যে সকল পদে কাজ করতে পারেন। ট্যাক্স ব্যবস্থাপনা, ট্যাক্সেশন, আর্থিক পরিকল্পনা,ফরেনসিক অডিটিং, অ্যাকাউন্টিং এবং এক্সটার্নাল রিপোর্টিং, অডিটিং, সিদ্ধান্ত গ্রহণ, ব্যাঙ্ক এবং বিমা সংক্রান্ত বিষয়ে কাজ করার সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement