PG Admission in 2025

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে পড়বেন? একাধিক বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ এই প্রতিষ্ঠানে

ইংরেজি, অর্থনীতি, গণজ্ঞাপন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, রাশিবিজ্ঞান, সমাজবিদ্যা-সহ আরও বেশ কিছু বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। সব ক’টি কোর্সই দু’বছরের চারটি সেমেস্টারে বিভক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:৪৮
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।

Advertisement

ইংরেজি, অর্থনীতি, গণজ্ঞাপন বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, রাশিবিজ্ঞান, সমাজবিদ্যা-সহ আরও বেশ কিছু বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। সব ক’টি কোর্সই দু’বছরের চারটি সেমেস্টারে ভাগ করা। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। তবে পাঁচ বছরের মধ্যেই উত্তীর্ণ হতে হবে স্নাতক স্তর। পাঁচ বছর আগে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে না। আবেদন-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধা-তালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

আবেদন কী ভাবে?

Advertisement

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। পাশাপাশি, ১ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ৭ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement