গ্রাফিক: আনন্দবাজার ডট কম
সাউথ ক্যালকাটা ল কলেজে নয়। কালীপুজোর পরেই অন্য কলেজে পড়াশোনা শুরু করবেন নির্যাতিতা। দ্বিতীয় বর্ষে অন্য কলেজে পড়ার অনুমতি দিয়ে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বুধবার নতুন কলেজে ভর্তির সমস্ত প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
শনিবার নির্যাতিতার বাবা বলেন, “আমার মেয়ে সরকারি কলেজে আইন নিয়ে পড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বেসরকারি কলেজে ভর্তি করানো হয়েছে, যাতে পড়াশোনা সুষ্ঠু ভাবে চালিয়ে নিয়ে যেতে পারে।” তিনি আগেই জানিয়েছিলেন, সাউথ ক্যালকাটা ল কলেজে ফের যাতায়াত শুরু করলে তাঁর সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ত। মেয়ের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্যই কলেজ বদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গত জুনের ঘটনার পর প্রথম বর্ষের পরীক্ষা নির্যাতিতা ছাত্রী কসবা আইন কলেজ থেকেই দিয়েছিলেন। তাঁর যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। সহপাঠীদের সঙ্গে যাতে তাঁকে পরীক্ষা দিতে যেতে না হয়, সে জন্য আলাদা পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে।
গত ২৫ জুন প্রথম বর্ষের পড়ুয়ারা কসবা আইন কলেজে গিয়ে পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন। অভিযোগ, সে রাতেই ক্যাম্পাসের ভিতরেই ওই কলেজের এক অস্থায়ী কর্মীর দ্বারা ধর্ষিতা হন ওই ছাত্রী। প্রাথমিক ভাবে প্রথম বর্ষের পরীক্ষায় বসতে চাননি তিনি। পরে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের তরফে তাঁর ও পরিবারের সঙ্গে কথা বলা হয়। তার পরেই নাকি তিনি পরীক্ষা দিতে রাজি হন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে বলেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমতি ক্রমে নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি নিজে ওই ছাত্রীর সঙ্গে দেখা করেছি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার কথাও তাঁকে জানিয়েছি।”