JU Admission Test 2025

যাদবপুরে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া, কলা ও বিজ্ঞানের কিছু বিষয়ে হচ্ছে না প্রবেশিকা

সাত বছর আগেও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা না নেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই নিয়ে বিস্তর গোলযোগ বাধে এবং শেষমেশ পরীক্ষার আয়োজন করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:০২
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

বুধবার থেকে শুরু হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া। কলা এবং বিজ্ঞান বিভাগের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কিন্তু দু’টি বিভাগের কয়েকটি বিষয়ের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না কোনও প্রবেশিকা পরীক্ষা। মূলত শিক্ষক ঘাটতিই তার কারণ, সূত্র।

Advertisement

বুধবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। কলা বিভাগের ভর্তি প্রক্রিয়া বিষয়ক সিদ্ধান্ত আগেই গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডমিশন কমিটি’। সোমবার বিজ্ঞান বিভাগে ভর্তি প্রক্রিয়ার দিনক্ষণও ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়, কলা বিভাগের মোট ১০টির মধ্যে তিনটি বিষয়ের ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স টেস্টের আয়োজন করবে না বিশ্ববিদ্যালয়। তবে বাকি সাতটি বিষয়ে নেওয়া হবে প্রবেশিকা। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রেও একটি বিষয়ে প্রবেশিকার আয়োজন করা হবে না। বাকি বিষয়ে এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করবে বিশ্ববিদ্যালয়। আর্টসের যে তিনটি বিষয় এবং বিজ্ঞানের যে একটি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না, সেগুলি হল— দর্শন, সংস্কৃত, সমাজবিদ্যা এবং জিয়োলজি।

কিন্তু কেন হবে না প্রবেশিকা? কোথায় সমস্যা? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূলত শিক্ষক ঘাটতির কারণেই আর্টসের দু’টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হবে না। অন্য বিষয়গুলির ক্ষেত্রে রয়েছে পৃথক কারণ। আর্টস বিভাগে সমাজবিদ্যা এবং দর্শন বিষয়ে গতবছরও প্রবেশিকার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়। এ বছর পর্যাপ্ত শিক্ষক না থাকায় খাতা দেখে দ্রুত ফল ঘোষণা এবং পড়ুয়া ভর্তি সম্ভব নয় বলে এ বছর কোনও প্রবেশিকা নেওয়া হবে না।

Advertisement

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক মনোজিৎ ম‌ণ্ডল বলেন, “এন্ট্রান্স স্টেট বন্ধ হওয়া উচিত নয়। ‘ফিফটি- ফিফটি ফর্মুলা’ মেনেই পরীক্ষা ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। যাতে উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় কী চাইছে তা পড়ুয়ারা বুঝতে পারে।”

আর্টস বিভাগের সংস্কৃততে প্রতি বছরই এই বিষয় নিয়ে ভর্তির জন্য আগ্রহী পড়ুয়ার সংখ্যা কম থাকে। তাই আলাদা ভাবে প্রবেশিকা আয়োজন করে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্য দিকে, বিজ্ঞান বিভাগে জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা বিষয়টি উচ্চমাধ্যমিক স্তরে আলাদা ভাবে না থাকায়, ওই বিষয়ের জন্যও প্রবেশিকা না নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের।

উল্লেখ্য, সাত বছর আগেও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা না নেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই নিয়ে বিস্তর গোলযোগ বাধে এবং শেষমেশ পরীক্ষার আয়োজন করা হয়। এ বছর পড়ুয়া ভর্তি নিয়ে তাই জুটা (যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন)-এর সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “যাদবপুর চিরকালই যারা অন্য মেধার ছাত্রছাত্রী তাঁদের বাছাই করার জন্য এন্ট্রান্স টেস্ট নেয়। একজন শিক্ষামন্ত্রী চেষ্টা করেছিলেন অন্য ভাবে নিয়োগ করে যে ভাবে ভর্তিতে মেধা দুর্নীতি হয় সেটা করতে। শেষ পর্যন্ত তা সফল হয়নি।”

প্রবেশিকা না হওয়ায় আর্টস এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে চারটি বিষয়ে ভর্তি ক্ষেত্রে অন্য নিয়ম স্থির করা হয়েছে। কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়াদের মোট প্রাপ্ত নম্বর, আবার কিছু ক্ষেত্রে এর পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বরের উপরও গুরুত্ব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত দুই বিভাগে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞানের বিষয়গুলিতে প্রবেশিকা হবে ১১ এবং ১৪ জুলাই। কলা বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, বাংলা, তুলনামূলক সাহিত্য, অর্থনীতির পরীক্ষা হবে যথাক্রমে ১৪, ১৫, ১৭ এবং ১৮ জুলাই। বিজ্ঞান এবং কলা বিভাগে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে যথাক্রমে ২২ জুলাই এবং ২৩ ও ৩০ জুলাই। এর পর কলা বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ৫ থেকে ৮ অগস্টের মধ্যে। তবে বিজ্ঞানে ভর্তির দিনক্ষণ এখনও জানানো হয়নি।

যাদবপুরের পাশাপাশি মঙ্গলবারই রাজ্যের সরকার এবং সরকার পোষিত কলেজগুলিতে ভর্তির অভিন্ন পোর্টাল খুলছে। অন্য দিকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও ফাইন আর্টস এবং ভিস্যুয়াল আর্টসের মোট ১৩টি বিষয়ে ১৮ জুন ১ জুলাই পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তির পরীক্ষা হবে ৭ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে (সম্ভাব্য সময়সীমা)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement