NEET UG Result 2025

প্রকাশিত নিট ইউজি-র ফলাফল, প্রথম ২০-র মধ্যে বাংলার দুই পড়ুয়া

চলতি বছর ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়েছিল। দেশ এবং বিদেশের মোট ৫৬৬টি শহরে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৫,৪৬৮টি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৪:১০
Share:

প্রতীকী চিত্র।

নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট )-এর ফল প্রকাশ করা হল। মেডিক্যালের স্নাতকে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত মে মাসে। পরীক্ষা শেষের এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রথম ২০-এর মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন দু’জন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি এবং ২০ তম স্থানে রূপায়ন পাল। এ ছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন আর এক বাঙালি, অনীক ঘোষ।

Advertisement

চলতি বছর ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়েছিল। দেশ এবং বিদেশের মোট ৫৬৬টি শহরে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৫,৪৬৮টি। এ বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ২,২৭,৬০৬৯ জন। পরীক্ষা দিয়েছিলেন ২,২০,৯৩১৮ জন। পুরুষ এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন যথাক্রমে ৯৬৫৯৯৬ এবং ১৩১০০৬২ জন। এ ছাড়া, রূপান্তরকামী পরীক্ষার্থী ছিলেন ১১ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এ বারে ছিল কম। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১,২৩, ৬৫৩১ জন।

পরীক্ষার্থীরা neet.nta.ac.in এবং nta.ac.in এই দু’টি ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি রেজাল্ট দেখা যাবে উমাঙ্গ অ্যাপ এবং ডিজিলকারের মাধ্যমেও। এ বছরই প্রথম পরীক্ষার্থীদের নথিভুক্ত মেল আইডিতে নিট ইউজি-র স্কোরকার্ড-ও পাঠাবে এনটিএ।

Advertisement

উল্লেখ্য, গত বছর নিট ইউজি-র প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। এ বছর যাতে একই ঘটনার পুনরবাবৃত্তি না ঘটে তার জন্য বেশ কিছু পদক্ষেপ করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement