প্রতীকী চিত্র।
উচ্চ মাধ্যমিক পাশ করলে মিলবে মার্কশিট। সেখানেই থাকবে একটি রুপোলি তার, খালি চোখে দেখা যাবে না। আলোয় ধরলে ফুটে উঠবে, ঠিক যেমন ফুটে ওঠে ভারতীয় নোটে।
প্রশ্নপত্রের পর এ বার মার্কশিটেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও ভাবেই যাতে মার্কশিট জাল না করা সম্ভব না হয়, তা নিশ্চিত করতেই এই পদ্ধতি অবলম্বন করছে শিক্ষা সংসদ। সূত্রের খবর, চতুর্থ সেমিস্টারের পর যে মার্কশিট দেওয়া হবে, সেখানেই ‘ইউভি সিকিউরিটি থ্রেড কোড’-এর ব্যবস্থা থাকছে। এই ব্যবস্থা বর্তমানে রয়েছে ভারতীয় টাকা ও পাসপোর্টে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষা ব্যবস্থায় সব রকম জালিয়াতি রুখতে আমরা সদা সতর্ক। তৃতীয় সেমিস্টার থেকেই প্রশ্নপত্রে আমরা বিশেষ কোড ব্যবহার করছি। সমগ্র পরীক্ষা ব্যবস্থা আরও নিরাপদ করতেই নয়া পদ্ধতি আনা হচ্ছে।”
ইউভি সিকিউরিটি থ্রেড আদতে একটি সরু চকচকে সুতো। ভারতীয় টাকায় এটি আড়াআড়ি ভাবে বসানো থাকে। এই পাতের মধ্যে অতিবেগুনি রশ্মি (ইউভি-রে) ফেললে তারটি উজ্জ্বল হয়ে ওঠে। ফলে সহজেই বোঝা যায় কোনটি আসল, কোনটি নকল টাকা। ইউভি থ্রেডের পাশাপাশি বিশেষ কোডও থাকবে মার্কশিটে।
সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে প্রশ্ন ফাঁস হওয়া রুখতে, প্রশ্নপত্র এবং উত্তরপত্রে বিশেষ কিউআর কোড ব্যবহার করেছিল সংসদ। যা খালি চোখে দেখা যায় না। ফলে সহজেই নকল প্রশ্নপত্র চিহ্নিত করতে পারবেন বিশেষজ্ঞরা। সংসদের দাবি, এর ফলে প্রশ্নপত্র নকল করার প্রবণতা কমেছে। এ বার সেই সতর্কতা জারি হচ্ছে মার্কশিটেও। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, পরবর্তীকালে জাল মার্কশিট ব্যবহার করছেন অনেকেই।