এনএসওইউ। ছবি: সংগৃহীত।
গবেষণা প্রকল্পে কী ভাবে কাজ করতে হবে তা নিয়ে ইন্টার্নশিপের প্রয়োজনীয়তার কথা আগেই বলেছিল ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি)। সেই অনুযায়ী স্নাতকের পড়ুয়াদের জন্য গবেষণা প্রকল্পে কী ভাবে কাজ করা হয় তার খুঁটিনাটি পড়াতে চলেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় না এনএসওইউ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-র সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠানের সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ়-এর তরফে রিসার্চ ইন্টার্নশিপ করানো হবে। প্রতিষ্ঠান সূত্র, এটি কোনও কোর্স নয়। ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি)-র গাইডলাইন মেনে পড়ুয়াদের স্বার্থে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আলাদা ভাবে গবেষণা সংক্রান্ত বিষয় নিয়ে পড়ানো হয়না। তাঁদেরকে লক্ষ্য করে মূলত এই কোর্সের আয়োজন করা হয়েছে। যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়তে পড়তেই পড়ুয়ারা স্বল্প সময়ের জন্য এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ইংরেজি এবং বাংলা ভাষায় ক্লাস হবে। অনলাইন এবং অফলাইন, অর্থাৎ হাইব্রিড মোড-এ ক্লাস চলবে। মোট ১২ সপ্তাহ ধরে ক্লাস করানো হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে এনএসওইউ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ৩১ জুলাই আবেদন প্রক্রিয়ার শেষ দিন। এনএসওইউ সূত্র, আলাদা ভাবে কোনও আসন সংখ্যা বরাদ্দ নেই। ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হলেই কিছু দিনের মধ্যে ক্লাস চালু করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-এর ওয়েবসাইটটি দেখুন।