JEE Main 2025 Session 2

জয়েন্ট এন্ট্রান্স মেন-এর দ্বিতীয় পর্বের পরীক্ষা কবে থেকে? দিনক্ষণ জানাল এনটিএ

দু’টি পর্বে পরীক্ষার আয়োজন করে এনটিএ। এ বছর প্রথম পর্বের পরীক্ষা হয় জানুয়ারি মাসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:৩৪
Share:

প্রতীকী চিত্র।

সর্বভারতীয় স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। চলতি বছরের দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য দিনক্ষণ ঘোষণা করল এনটিএ। সোমবার পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ২ এপ্রিল পরীক্ষা শুরু হবে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

Advertisement

জেইই মেন পরীক্ষা নেওয়া হয় মোট দু’টি পত্রের উপর। প্রথম পত্রের পরীক্ষাটি বিই/ বিটেক কোর্সে ভর্তির জন্য। দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে বিআর্ক/ বিফার্ম কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়।

এ বছর দ্বিতীয় পর্বের বিই/ বিটেক কোর্সের জন্য প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে আগামী ২,৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল। ২,৩, ৪ এবং ৭ এপ্রিল পরীক্ষার আয়োজন করা হবে দু’টি পর্বে। প্রথম পর্বের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা চলবে বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। তবে ৮ এপ্রিল পরীক্ষা নেওয়া হবে শুধু মাত্র দ্বিতীয় অর্ধে। পরীক্ষা চলবে বিকেল ৩টে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।

Advertisement

৯ এপ্রিল পেপার ২এ (বিআর্ক কোর্সের জন্য), পেপার ২বি (বিপ্ল্যানিং কোর্সের জন্য) এবং পেপার ২এ ও ২বি (বিআর্ক এবং বিপ্ল্যানিং—দু’টি কোর্সের জন্য) প্রথম অর্ধেই পরীক্ষার আয়োজন করবে এনটিএ। পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্র ছাড়াও দেশের বাইরের ১৫টি শহরেও জেইই মেন-এর দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে এনটিএ।

প্রসঙ্গত, প্রতি বছর দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক, বিআর্ক, বিপ্ল্যানিং ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম (জেইই) মেন)-এর আয়োজন করা হয়। দু’টি পর্বে পরীক্ষার আয়োজন করে এনটিএ। এ বছর প্রথম পর্বের পরীক্ষা হয় জানুয়ারি মাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement