— প্রতিনিধিত্বমূলক চিত্র।
আধার কার্ডের তথ্যের ভিত্তিতে জয়েন্ট এন্টান্স এক্জ়ামিনেশন (মেন)-এর রেজিস্ট্রেশন করতে হবে। তাতেই দুশিন্তার ভাঁজ পড়ছে পরীক্ষার্থীদের কপালে। কারণ ওই পরিচয়পত্রে যে ঠিকানা রয়েছে, সেই তথ্যই নাম নথিভুক্তকরণের সময় গ্রহণ করা হবে।
প্রশ্ন উঠছে, তাতে যদি পছন্দের পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ না থাকে?
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) অবশ্য জানাচ্ছে, শুধুমাত্র পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য যাতে সঠিক ভাবে এবং দ্রুত নথিভুক্ত করা যায়, সে জন্যই আধার আপডেট করিয়ে রাখতে বলা হয়েছে। এর সঙ্গে পছন্দের পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার কোনও সম্পর্ক নেই। ২০২৬-এর জয়েন্ট এন্টান্স এক্জ়ামিনেশন (মেন) ২১-৩০ জানুয়ারি এবং ১-১০ এপ্রিলের মধ্যে নেওয়া হবে।
চলতি বছর থেকেই পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় সঠিক তথ্য জমা দিতে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। ওই পরিচয়পত্রের সঙ্গে পরীক্ষার্থীদের দশম বা দ্বাদশের ফলাফলের তথ্যের মিল থাকতেই হবে। এ জন্য তাঁরা রেজিস্ট্রেশনের সময় ‘কনফার্ম নেম অ্যাজ় পার আধার’ বিকল্পটি বেছে নিতে পারবেন। এতে আলাদা করে নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেল আইডি-র মতো তথ্য ফর্মে লিখতে হবে না। ওই কার্ড থেকেই সমস্ত তথ্য গ্রহণ করে নেবে রেজিস্ট্রেশন পোর্টাল। তবে, মা-বাবা বা অভিভাবকের তথ্য আলাদা করে ফর্মে লিখে দিতে হবে, যে হেতু তাঁদের আধার সংযুক্তির কোনও সুযোগ এ ক্ষেত্রে নেই।
কিন্তু আধারে কোনও তথ্যের গরমিল থাকলে কী করণীয়? এনটিএ জানিয়েছে, ওই বিকল্প থেকেই ‘নেম মিসম্যাচ ডিউরিং আধার অথেন্টিফিকেশন’ বেছে নেওয়া যাবে। তাতে কোন তথ্যের সংশোধন প্রয়োজন, তা জানতে পারবেন। সেই মতই অনলাইনে বা অফলাইনে আধার আপডেট করিয়ে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রতি বছর আধার এবং দশম-দ্বাদশের মার্কশিটের তথ্যে গরমিল থাকার কারণে বহু পরীক্ষার্থীর আবেদন জমা দিতে দেরি হয়, কিছু ক্ষেত্রে তা খারিজও হয়ে যায়। এই সমস্যা এড়াতেই আধার সংযুক্তি এবং তা আপডেট করে রাখার আগাম নির্দেশ দিয়েছে এনটিএ।