ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।
বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (ডব্লিউবিএসইউ)-তে গবেষণার কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের শীঘ্রই অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে। এর জন্য নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে আগামী এক বছর। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ৩৭,০০০ টাকা দেওয়া হবে।
প্রকল্পে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, উদ্ভিদবিদ্যা বা জীবনবিজ্ঞানে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং নেট/গেট উত্তীর্ণ হওয়াও জরুরি।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ অগস্ট আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।