AAI Recruitment 2025

দেশের পূর্বাঞ্চলে কর্মী নিয়োগ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার, শূন্যপদ ৩২টি

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩৬,০০০-১,১০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:০৮
Share:

প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের পূর্বাঞ্চলে একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ) পদে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদের সংখ্যা ৩২। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে।

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩৬,০০০-১,১০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

Advertisement

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স) পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স/টেলিকমিউনিকেশন/রেডিয়ো ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। সঙ্গে প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতা। একই ভাবে বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

সংশ্লিষ্ট পদগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ২৬ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement