কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর বা এমবিএ করার সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের তরফে স্নাতকোত্তরের এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। কোর্সটি দু’বছরের। সংশ্লিষ্ট কোর্সে মোট ৫৮টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যার মধ্যে কিছু আসন সরকারি নিয়ম মেনে সংরক্ষিত রাখা হবে।
পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সে মোট যে চারটি বিষয়ের স্পেশ্যালাইজ় করার সুযোগ পাবেন, সেগুলি হল—
১। মার্কেটিং,
২।ফিন্যান্স,
৩। এইচআর এবং
৪। ইনফরমেশন টেকনোলজি।
কোর্স ফি ৩৫,০০০ টাকা।
এমবিএ কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। উত্তীর্ণ হতে হবে ক্যাট, ম্যাট, সিম্যাট বা ডব্লিউবিজেইম্যাটের মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কোর্সে ভর্তির ক্ষেত্রে ক্যাট, ম্যাট, সিম্যাট বা ডব্লিউবিজেইম্যাটের মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পাশাপাশি জেনারেল ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মূল্যায়ন করে কোর্সে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। বিশেষ ভাবে সক্ষম শ্রেণিভুক্ত, সংরক্ষিত শ্রেণিভুক্ত, এবং অসংরক্ষিত শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৬০ টাকা, ২০০ টাকা এবং ৪০০ টাকা। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন। মেধাতালিকা প্রকাশ পাবে ২৯ অগস্ট। এ বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।