CAT 2025

শীঘ্রই শুরু ক্যাট-এর রেজিস্ট্রেশন, বাড়ল আবেদনমূল্যের পরিমাণ

চলতি বছরে আগামী ৩০ নভেম্বর ক্যাট-এর আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:৫৪
Share:

প্রতীকী চিত্র।

দেশের বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে ভর্তির জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)। চলতি বছরের ক্যাট আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোজ়িকোড়। পরীক্ষার জন্য শীঘ্রই শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া, সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা জানানো হয়েছে। পরীক্ষায় নাম নথিভুক্তকরণের জন্য এ বার রেজিস্ট্রেশন মূল্যও বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

চলতি বছর ৩০ নভেম্বর ক্যাট-এর আয়োজন করা হবে। মোট তিন পর্বে এই কম্পিউটার নির্ভর (কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি) পরীক্ষা হবে। দেশের ১৭০টি বাছাই করা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার ফল ঘোষণা করা হবে ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

এ বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১ অগস্ট থেকে। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৩ সেপ্টেম্বর। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ৫ নভেম্বর। গত বছর অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছিল যথাক্রমে ২,৫০০ এবং ১,২৫০ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে যথাক্রমে ২,৬০০ টাকা এবং ১,৩০০ টাকা।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণেরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণেরা শুধু এমবিএ না, ম্যানেজমেন্টের অন্য স্নাতকোত্তর কোর্সেও ভর্তির সুযোগ পাবেন। আইআইএম ছাড়াও অন্য নামী ম্যানেজমেন্ট স্কুলে ক্যাট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

ক্যাটের জন্য আবেদন জানাবেন কী ভাবে?

১) প্রথমে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট iimcat.ac.in-এ যেতে হবে।

২) সেখানে নিউ রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) সেখানে নিজের ইমেল আইডি-সহ বাকি তথ্য যথাযথ ভাবে জানাতে হবে।

৪) এর পর পরীক্ষার আবেদনপত্র জমা দিয়ে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement