আইআইএফটি। ছবি: সংগৃহীত।
জিনিসপত্র আমদানি-রফতানি কী ভাবে হয়, এ জন্য কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি, এ সম্পর্কিত সমস্ত তথ্য জানা যাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি), কলকাতা। সম্প্রতি এ সংক্রান্ত সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনেই এই কোর্স করতে পারবেন। কোর্সটি স্বল্পমেয়াদি। আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের তরফে ‘এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে কোর্স করানো হবে। এটি একটি অনলাইন সার্টিফিকেট কোর্স। এর ক্লাস চলবে চার মাস। আগামী অগস্ট মাস থেকেই শুরু ক্লাস। সকলের সুবিধার্থে কোর্সের ক্লাস হবে সপ্তাহান্তে। প্রতি শনি এবং রবিবার যথাক্রমে দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা ১৫ পর্যন্ত এবং সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট— এই দু’টি সেশনে ক্লাসের আয়োজন করা হবে। ক্লাসের জন্য মোট বরাদ্দ সময় ১৫০ ঘণ্টা। কোর্স ফি-র পরিমাণ ৭৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ, ইন্টারন্যাশনাল ট্রেড অপারেশনস্ অ্যান্ড ডকুমেন্টেশন, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজমেন্ট, ভারতের বাণিজ্য নীতি এবং শুল্ক বিধি, ইন্টারন্যাশনাল ট্রেড লজিস্টিক্স এবং এক্সিম ফিন্যান্স।
কোর্সটি মূলত বিভিন্ন সংস্থার ম্যানেজার, উদ্যোগপতি এবং কর্মরতদের জন্য। তবে যে কোনও ব্যক্তিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেই এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
আগ্রহীরা এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ২২ অগস্ট আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।