প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে পড়ার আগ্রহ রয়েছে? তা হলে খোঁজ নিতে পারেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ের উপর বিশেষ সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। মূলত বিদ্যাসাগর ও তাঁর অবদান নিয়েই পড়ানো হবে।
সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর অ্যাকাডেমির মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছে। তার পরেই এই দুই প্রতিষ্ঠান মিলিত ভাবে বিনামূল্যে একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উপর এই কোর্সের দায়িত্বভার দেওয়া হয়েছে। কোর্স মূল্য হিসাবে কোনও টাকা লাগবে না। তবে ভর্তির হওয়ার সময় মাত্র ৫০ টাকা জমা দিতে হবে। ছ’মাস চলবে কোর্সটি। মোট ২৫ জন পড়ার সুযোগ পাবেন। তবে সে ক্ষেত্রে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। সন্ধ্যেবেলা ক্লাস হবে, ৭টা থেকে ৮টা পর্যন্ত।
কী ভাবে আবেদন করবেন?
বিদ্যাসাগর অ্যাকাডেমির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে ইমেল মারফৎ আবেদনপত্র জমা দিতে হবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। চলতি বছরের জুন মাস থেকে শুরু হবে ক্লাস। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।