D.El.Ed Exam Paper Leak Prevention

ডিএলএড-এ কড়াকড়ি! প্রশ্নপত্রের প্রথম-শেষ পাতা সাদা, বাক্সে থাকবে ‘ডিজিটাল কম্বিনেশন লক’!

প্রতি দিন পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে এমন বাক্সে যা বন্ধ থাকছে ‘ডিজিটাল কম্বিনেশন লক’-এর মাধ্যমে। একটি ট্রাঙ্কে বা বাক্সে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রাখা হবে না। শুধু তাই নয়, এ বার থেকেই নতুন নিয়ম হচ্ছে, পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের সিল খুলবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৮:১৪
Share:

—ফাইল চিত্র।

ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) পরীক্ষার সুরক্ষা নিয়ে কড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার, ১২ অগস্ট থেকে ডিএলএড-এর পার্ট টু পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ১৪ অগস্ট পর্যন্ত। প্রশ্নপত্র যাতে কোনও ভাবেই ফাঁস না হয়, সে জন্য কড়া পদক্ষেপ করছে পর্ষদ। জানা গিয়েছে, প্রতি দিন পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে এমন বাক্সে যা বন্ধ থাকছে ‘ডিজিটাল কম্বিনেশন লক’-এর মাধ্যমে। একটি ট্রাঙ্কে বা বাক্সে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রাখা হবে না। শুধু তাই নয়, এ বার থেকেই নতুন নিয়ম হচ্ছে, পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের সিল খুলবেন।

Advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, “এ বছর এমন ভাবে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে, যা কোন‌ও ভাবেই আগে কেউ খুলতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পর্ষদের তরফ থেকে কম্বিনেশন নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্র সেই প্রশ্ন খুলতে পারবে।”

বাক্স থেকে প্রশ্নপত্র বের করার পর পরীক্ষার আগে কোন‌ও ভাবেই প্রশ্নপত্রের সিল অন্য কেউ খুলতে পারবেন না। তা ছাড়া, প্রশ্নপত্রের সুরক্ষা বজায় রাখতে প্রথম পাতা এবং শেষ পাতায় কোন‌ও প্রশ্ন রাখা হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, সমাজমাধ্যমে প্রশ্নপত্রের প্রথম পাতা বা শেষ পাতার ছবি ভাইরাল হ‌য়েছে। ওই দুই পাতায় এ বার কোনও প্রশ্ন রাখা হবে না। মাঝের পাতাগুলিতেই প্রশ্ন থাকবে পরীক্ষার্থীদের জন্য।

Advertisement

প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড। যাতে প্রশ্নপত্রের ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তৎক্ষণাৎ চিহ্নিত করা যাবে।

এতে প্রশ্ন ফাঁসের আশঙ্কা অনেকটাই কমানো যাবে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। ডিএলএড পার্ট টু-এ পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজারের বেশি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সারা রাজ্যে ১২৭ টি।

এ দিকে ডিএলএড পার্ট ওয়ানের পরীক্ষা চলবে ১৮ অগস্ট থেকে ২২ অগস্ট পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪২ হাজার। সারা রাজ্যে ১২০টি কেন্দ্রে পার্ট ওয়ানের পরীক্ষা হবে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহতল্লাশি বা ফ্রিসকিং-এর ব্যবস্থা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা, বায়োমেট্রিক স্ক্যান-সহ একাধিক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement