Admission in RBU 2023

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু, কোন কোন বিভাগে?

মিউজিয়োলজি, হিস্ট্রি অফ আর্টস, পেইন্টিং, গ্রাফিক্স-প্রিন্টমেকিং, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস-সহ আরও বিষয়ে ভর্তি হওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে বিজ্ঞপ্তিটি।

Advertisement

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এবং ফ্যাকাল্টি অফ ভিসুয়াল আর্টস বিভাগে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

মিউজিয়োলজি, হিস্ট্রি অফ আর্টস, পেইন্টিং, গ্রাফিক্স-প্রিন্টমেকিং, অ্যাপ্লায়েড আর্ট, স্কাল্পচার বিভাগে ভিসুয়াল আর্টসে ভর্তি হওয়া যাবে।

Advertisement

বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, হিন্দি-সহ বিভিন্ন বিষয়ে কলা বিভাগে ভর্তি হওয়া যাবে।

এ ছাড়াও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের বিভিন্ন বিষয়ে ভর্তি হওয়া যাবে। প্রতিটি বিভাগে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা এবং আসন সংখ্যা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিগুলি দেখতে পারেন।

কী ভাবে ভর্তি হওয়া যাবে?

প্রথমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement