WB UG Admission 2025

মাইক্রোবায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ, আবেদন গ্রহণ করবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

অনলাইনে আবেদন পাঠাতে পারবেন আগ্রহী পড়ুয়ারা। তবে, যাঁরা সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল মারফত আগেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৬
Share:

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের পর ফাঁকা আসনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের মতো ভর্তি নিতে শুরু করেছে। সেই মতো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার একাধিক বিষয়ে ভর্তির জন্য পোর্টাল চালু করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের তরফে কোন বিভাগে কত আসন খালি রয়েছে, তা-ও জানানো হয়েছে।

Advertisement

কোন বিভাগে কত আসন?

গণিত ১৭ প্রাণিবিদ্যা ১৩

Advertisement

উদ্ভিদবিদ্যা ২৩ রসায়ন ১৮

কম্পিউটার সায়েন্স ১৯ পদার্থবিদ্যা ২১

মাইক্রোবায়োলজি ১৮ সেরিকালচার ২১

বাংলা ৫৩ ইংরেজি ৩৫

ইতিহাস ৩৯ সংস্কৃত ৬৩

ভূগোল ১৯ অর্থনীতি ৬৭

দর্শন ৫৭ রাষ্ট্রবিজ্ঞান ২৯

সোশিয়োলজি ১৮ কম্পিউটার অ্যাপ্লিকেশন ১৮

এডুকেশন ১৮ হিসাবশাস্ত্র ৪৭

বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ২১

উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তির আবেদন জানানোর সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইন পোর্টাল মারফত ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে হবে।

যাঁরা সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল মারফত আগেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন না। কোনও পড়ুয়া যদি এই নিয়ম না মানেন, সে ক্ষেত্রে নথি যাচাইয়ের সময় তাঁর ভর্তি বাতিল করা হবে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement