রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। ছবি: সংগৃহীত।
দু’টি বিষয়ে পিএইচডি-র সুযোগ বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। কলা এবং বিজ্ঞান বিভাগের দু’টি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন পড়ুয়ারা। আগ্রহীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অফলাইনে।
প্রতিষ্ঠানে যে দু’টি বিষয়ে পিএইচডি করা যাবে সেগুলি হল দর্শন এবং কম্পিউটার সায়েন্স। দর্শন এবং কম্পিউটার সায়েন্সের জন্য মোট আসনসংখ্যা যথাক্রমে ৩ এবং ৪। দু’টি বিষয়ে পিএইচডি-র জন্য বরাদ্দ অ্যাডমিশন ফি ২৫,০০০ টাকা। পিএইচডি কোর্স ওয়ার্কের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে ৮,০০০ টাকা।
দর্শনের যে বিষয়গুলিতে পড়ুয়ারা স্পেশালাইজ়েশন করতে পারবেন, সেগুলি হল— বেদান্ত, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজ়ফি এবং ইন্ডিয়ান এথিক্স। কম্পিউটার সায়েন্সে স্পেশালাইজ়েশনের জন্যও একাধিক বিষয় রয়েছে।
আবেদনকারীদের ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
সংশ্লিষ্ট কোর্সে রিসার্চ এন্ট্রান্স টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সুযোগ পাবেন শুধু পুরুষরা।
আগ্রহীদের এর জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১,৮০০ টাকা এবং ২,০০০ টাকা। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা হবে জুলাই মাসে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।