প্রতীকী ছবি।
ফল প্রকাশের দিন ঘোষণার পরেও নির্ধারিত সময়ের মধ্যে তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর)-এর ফলাফল প্রকাশ করল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্র, এখনও পর্যন্ত প্রায় ৮০ থেকে ১০০ জনের পুনরায় খাতার মূল্যায়ন বাকি রয়েছে।
তা হলে কবে প্রকাশ হবে ফলাফল?
শিক্ষা সংসদের ব্যাখা আগামী ১৫ মে দুপুর ২টোর মধ্যে প্রকাশ হবে ফল। তবে, যদি তখনও কোনও খাতার মূল্যায়ন বাকি থাকে তা হলে আরও সময় নেবে শিক্ষা সংসদ। ১৪ মে তৎকাল পিপিএস ও পিপিআর-এর ফল ঘোষণা করা হবে বলে আগে জানিয়েছিল শিক্ষা সংসদ। সেই দিনক্ষণই আরও একদিন পিছোল।
উল্লেখ্য, চলতি বছর স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা পড়েছে পাঁচ হাজার ৪৫৯ জনের। গত বছর সংখ্যাটা ছিল চার হাজার ৯৮৮। পাশাপাশি রিভিউয়ের জন্য আবেদনপত্র জমা পড়েছে ছ’হাজার ১০৪ জনের। গত বছরের তুলনায় অনেকটাই কম। ১৭,৮৯৩ জন নাম নথিভুক্ত করেছিলেন শেষ বছর। এই বিশাল হেরফের হওয়ার কারণ চলতি বছর রিভিউয়ের ক্ষেত্রে কিছু শর্তাবলি আরোপ করা হয়েছিল শিক্ষা সংসদের তরফে। যেমন কেউ যদি পদার্থবিদ্যায় ৬০ থেকে ৭০ গ্রেডের মধ্যে নম্বর পেয়ে থাকেন, এবং সেই নম্বরের উপর রিভিউ করতে চান তা হলে তাঁকে বাকি চারটি বিষয়ে (ভাষার বিষয় ছাড়া, ‘বেস্ট অফ ফাইভ’-র মধ্যে) ৬০ থেকে ৭০ গ্রেডের মধ্যে বেশি নম্বর পেতে হবে, তা হলেই তিনি পদার্থবিদ্যায় রিভিউ করাতে পারবেন। এই সব কারণেই এই বছর রিভিউতে অনেকেই আবেদন করতে পারেননি বলেই মনে করছে শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিকের তৎকাল স্ক্রুটিনি ও রিভিউ-র জন্য আবেদন গ্রহণ শুরু করা হয়েছিল ৮ মে রাত ১২ টা থেকে, শেষ হয় ১১ মে রাত ১১টা ৫৯ মিনিটে। অন্য দিকে এখনও তৎকাল ছাড়া (রেগুলার ভিত্তিতে) আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে, যা শেষ হবে ২২ মে। তবে শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা পড়েছে ১২ হাজার ৭৭৭ জনের এবং রিভিউয়ের জন্য ন’হাজার ৭৭৭ জনের।