সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। ছবি: সংগৃহীত।
বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ বিধাননগরের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স (এসআইএনপি)-এ। সম্প্রতি এই মর্মে কেন্দ্রের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
প্রতিষ্ঠান থেকে যে সমস্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ মিলবে, সেগুলি হল— পদার্থবিদ্যা (থিওরিটিক্যাল ও এক্সপেরিমেন্টাল), জীবনবিজ্ঞান এবং রাসায়নিক বিজ্ঞান বা কেমিক্যাল সায়েন্স। প্রোগ্রাম শুরু চলতি বছরের ১ অগস্ট থেকে। সংশ্লিষ্ট প্রোগ্রামে আগ্রহীদের সর্বাধিক ৪০টি আসনে ভর্তি নেওয়া হবে।
বিভিন্ন বিষয়ের যে সমস্ত ক্ষেত্রে পড়ুয়ারা গবেষণাধর্মী কাজের সুযোগ পাবেন, সেগুলির মধ্যে রয়েছে— কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স, অ্যাস্ট্রোপার্টিক্যাল ফিজ়িক্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ওয়েভস, এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিজ়িক্স, এক্সপেরিমেন্টাল কন্ডেন্সডস ম্যাটার ফিজ়িক্স অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স, ক্যানসার মেটাবলিজ়ম, আরএনএ মডিফিকেশন, ন্যানো-বায়ো মেটিরিয়ালস কেমিস্ট্রি-সহ অন্যান্য বিষয়।
পিএইচডি প্রোগ্রামটি চার বছরের, যা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। নির্বাচিত পড়ুয়ারা প্রথমে প্রতিষ্ঠানে যোগদান করবেন জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে। পরবর্তীকালে তাঁদের উন্নীত করা হবে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে। জুনিয়র রিসার্চ ফেলো পদে সাম্মানিক মিলবে ৩৭,০০০ টাকা। সিনিয়র রিসার্চ ফেলো পদে সাম্মানিক বেড়ে হবে ৪২,০০০ টাকা।
পদার্থবিদ্যায় পিএইচডি-র ক্ষেত্রে আবেদনকারীদের পদার্থবিদ্যা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ অথবা পদার্থবিদ্যা নিয়ে চার বছরের স্নাতক উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য বিষয়গুলির ক্ষেত্রেও আবেদনকারীদের জন্য অন্য যোগ্যতামান ধার্য করা হয়েছে।
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা (সিএসআইআর নেট/ ইউজিসি নেট/ গেট ইত্যাদি)-র মাধ্যমে বাছাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে হবে। আগামী ৯ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।