আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি সেন্টারে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আইআইটি খড়্গপুরের সেন্টার অফ এক্সেলেন্স ইন আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজ়াইনের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে প্ল্যানিং রিসার্চ ফেলো, সিনিয়র প্ল্যানিং এগ্জ়িকিউটিভ এবং প্ল্যানিং এগ্জ়িকিউটিভ পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন। পূর্ণ সময়ের এই পদে প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
প্ল্যানিং রিসার্চ ফেলো পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া জরুরি। অন্য দিকে, সিনিয়র প্ল্যানিং এগ্জ়িকিউটিভ এবং প্ল্যানিং এগ্জ়িকিউটিভ পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
প্ল্যানিং রিসার্চ ফেলো, সিনিয়র প্ল্যানিং এগ্জ়িকিউটিভ এবং প্ল্যানিং এগ্জ়িকিউটিভ পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৮০,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা।
প্ল্যানিং রিসার্চ ফেলো পদে আবেদনকারীদের আরবান/ সিটি প্ল্যানিংয়ে পিএইচডি থাকা জরুরি। পাশাপাশি প্রয়োজন ডেটা অ্যানালিটিক্স, জিআইএস, অটোক্যাড, ফোটোশপ, কম্পিউটার অ্যাপ্লিকেশন্স সংক্রান্ত জ্ঞান। যাঁদের দু’বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ২১ জুন আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ প্রেজ়েন্টেশন/ গ্রুপ ডিসকাশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।