WBSET Result 2025

পরীক্ষার সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত সেট-এর ফল, উত্তীর্ণ তিন হাজারের বেশি

পরীক্ষা নেওয়ার সাত সপ্তাহের মধ্যে প্রকাশ হল সেটের ফলাফল। মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৮২ জন পরীক্ষার্থী। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৪
Share:

প্রতীকী ছবি।

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এর আয়োজন করা হয়েছিল গত বছরের ১৫ ডিসেম্বর। শনিবার সেই পরীক্ষার ফল ঘোষণা করল রাজ্যের কলেজ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফল।

Advertisement

পরীক্ষার সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত হল সেটের ফলাফল। মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৮২ জন। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন।

কী ভাবে দেখতে পারবেন ফলাফল—

Advertisement

১) প্রথমে ডব্লিউবিসিএসসি-র ওয়েবসাইটে যেতে হবে।

২) ‘হোমপেজ’ থেকেই ‘রেজাল্ট’-এর বিজ্ঞপ্তি দেখেতে পাওয়া যাবে।

৩) সেখানে দেওয়া লিঙ্কের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করার পর পাওয়া যাবে ‘রেজাল্ট’।

৪) রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে রাখা যাবে।

এই পরীক্ষায় উত্তীর্ণদের ৪০ শতাংশের বেশি নম্বর থাকতে হয়। তবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রবেশিকা দেওয়ার যোগ্যতা অর্জন করা যায়। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার জন্য প্রবেশিকা পরীক্ষা (সেট)-এ জালিয়াতি রুখতে প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছিল কিউআর কোড। যা স্ক্যান করলেই সংশ্লিষ্ট প্রার্থীর সমস্ত তথ্য পাওয়া যায়। রাজ্যের ৩৩টি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর ডিসেম্বরে ফের সেট নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement