Sikkim University Admission 2025

সিকিম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব-সহ ৩৩টি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ, আবেদনের শর্তাবলি কী?

পড়াশোনার পাশাপাশি, ফিল্ড ভিজ়িট, ইন্টার্নশিপের সুযোগ পাবেন পড়ুয়ারা। কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:৪৯
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে তার জন্য অনলাইনে তাঁদের আবেদন জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement

ভর্তি কোন কোন বিভাগে?

স্কুল অফ হিউম্যান সায়েন্সেস-এর তিনটি বিভাগ, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচারের সাতটি বিভাগ, স্কুল অফ লাইফ সায়েন্সেসের চারটি বিভাগ, স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেসের পাঁচটি বিভাগ, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর সাতটি বিভাগ এবং স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের সাতটি বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। উল্লিখিত স্কুলগুলির অধীনে নৃতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, উদ্যানবিদ্যা, আইন, লেপচা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পদার্থবিদ্যা, সঙ্গীত, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, রাষ্ট্রবিজ্ঞানের মতো মোট ৩৩টি বিষয়ে পড়ানো হবে।

Advertisement

কী ভাবে ভর্তি নেওয়া হবে?

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)-এ উত্তীর্ণরা উল্লিখিত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

খরচ কত?

বিষয়ের ভিত্তিতে অ্যাডমিশন ফি হিসাবে ৩,৯২০ টাকা থেকে ১২,৭৭২ টাকা খরচ হবে। প্রতি সেমেস্টার পিছু ৭৪৪ টাকা থেকে ১,২৪০ টাকা টিউশন ফি হিসাবে ধার্য করা হয়েছে। হস্টেলের খরচ ৪,২৪২ টাকা থেকে ৪,৭৫০ টাকা।

অন্যান্য তথ্য:

পড়াশোনার পাশাপাশি, ফিল্ড ভিজ়িট, ইন্টার্নশিপ এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর কোচিং নেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। স্কলারশিপের সাহায্যেও পড়াশোনার সুযোগ রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ:

২২ মে থেকে ১৫ জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। কাউন্সেলিং ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত চলবে। প্রাথমিক মেধাতালিকা ১ জুলাই প্রকাশিত হবে। ভর্তি প্রক্রিয়া ১৪ অগস্টের মধ্যে সম্পূর্ণ হবে। তবে এই সূচি পরিবর্তিত হতে পারে, তাই নিয়মিত সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন ২০২৫-২৬’ বিভাগে নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement