WBSSC SLST Interview List 2025

প্রকাশিত একাদশ-দ্বাদশের জন্য ইন্টারভিউয়ের তালিকা! নথিযাচাই হবে কবে, জানিয়ে দিল এসএসসি

গত ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। শনিবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে পরীক্ষার্থী বুঝে নিতে পারবেন ইন্টারভিউয়ের জন্য তিনি যোগ্য কি না। তবে কোনও নম্বর সেখানে দেখানো হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:২১
Share:

এসএসসি। ছবি: সংগৃহীত।

অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েসাইটে। তবে এখন নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন, তা কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।

Advertisement

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১৮ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য নির্বাচিতদের নথি যাচাই করার প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ৩ ডিসেম্বর।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। শনিবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে পরীক্ষার্থী বুঝে নিতে পারবেন ইন্টারভিউয়ের জন্য তিনি যোগ্য কি না। তবে কোনও নম্বর সেখানে দেখানো হবে না।

Advertisement

প্রাথমিক ভাবে এসএসসি-র তরফে ১২,৫১৪টি শূন্যপদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে অবশ্য তা সংশোধন করা হয়। নতুন তালিকায় ৬৯টি পদ কমে ১২,৪৪৫টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। এসএসসি সূত্রের খবর, প্রতি ১০০টি শূন্য পদের জন্য ১৬০ জন প্রার্থী ডাক পাবেন। সেই অনুযায়ী প্রায় ২০,০০০ শিক্ষক পদপ্রার্থীকে নথিযাচাইকরণ ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

চলতি বছর ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement