West Bengal School Service Commission

নথি যাচাই করে আরও ৩০১ জন চাকরিপ্রার্থীর নাম বাতিল করল স্কুল সার্ভিস কমিশন, কী কারণ?

এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। এ ছাড়া বাণিজ্যে ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১২৪, কম্পিউটার সায়েন্সে ৩৩ ও ইতিহাসে ৮১ জনের নাম রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০২:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই শুরু হয়েছে গত ১৮ নভেম্বর থেকে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সোমবার রাতে নথি যাচাই পর্বে বেশ কয়েকটি বিষয় মিলিয়ে ৩০১ জন চাকরিপ্রার্থীর নাম বাতিল করা হয়েছে। সেই তথ্য প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

Advertisement

এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। এ ছাড়া বাণিজ্যে ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১২৪, কম্পিউটার সায়েন্সে ৩৩ ও ইতিহাসে ৮১ জনের নাম রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য তাঁরা আপলোড করেছিলেন, তাতে ভুল ছিল। আর বেশ কয়েক জন নথি যাচাই পর্বে উপস্থিতি ছিলেন না।

অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতার যে তথ্য ওয়েবসাইটে আপলোড করেছিলেন, তাতে ভুল পাওয়া গিয়েছে। অনেকেই অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারেননি ভেরিফিকেশনের সময়। তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে তাঁদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও, নথি যাচাইয়ের সময়ে সেই নম্বর কাটা হয়। তার ফলে ‘কাট অফ মার্কস’ পর্যন্ত অনেকেই পৌঁছোতে পারেননি।

Advertisement

এর আগে নথি যাচাই করানোর পর শুধু বাংলা ও ইংরেজিতেই বাদ পড়েছিল ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম। তার তালিকা আগেই প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। ‌এ বার ইংরেজি ও বাংলা বাদে বাকি বিষয়ে মিলিয়ে ৩০১ জনের নাম বাতিল করেছে এসএসসি।

এ ছাড়াও এই নথি যাচাই পর্বে ২৬৯ জন দাগি বা অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে বেশ কিছু শিক্ষাকর্মীও ছিলেন যাঁরা ‘অযোগ্য’ হয়েও একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement