সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ফরাসি ভাষা ও সংস্কৃতির সঙ্গে বাংলার যোগ দীর্ঘদিনের। বর্তমানে বিভিন্ন চাকরিক্ষেত্রেও এই ভাষার ব্যাপক চাহিদা। তাই সকলের সুবিধার্থে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজেও পড়ানো হয় এই বিদেশি ভাষা। এ বছরের কোর্সের জন্য সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই পাঠক্রমটি একটি সার্টিফিকেট কোর্স, যা চলবে চার মাস ধরে। ক্লাসরুম লেকচারের পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে কী ভাবে এই ভাষা ব্যবহার করা যায়, তা-ও শেখানো হবে এই কোর্সের মাধ্যমে।
কোর্সে পড়ানো হবে এই বিদেশি ভাষার মৌলিক বিষয়গুলি। শেখানো হবে শব্দভাণ্ডার, ব্যকরণ-ও। ফরাসি সংস্কৃতির সঙ্গে প্রাথমিক পরিচিতিও করিয়ে দেবে এই কোর্স।
২০২৫ সালের ক্লাস শুরু হবে আগামী অগস্ট মাসে। প্রতি সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে ক্লাস। কোর্স ফি ১২,০০০ টাকা।
স্নাতক স্তরে পাঠরত বা স্নাতক উত্তীর্ণ যে কোনও ব্যক্তিই এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। এর পর পড়ুয়াদের মূল্যায়ন করা হবে ফরাসি ভাষায় লিখিত পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি ফরাসি পঠন এবং ফরাসি ভাষায় কথোপকথনের মাধ্যমে মূল্যায়নও করা হবে।
আগ্রহীরা কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারেন। রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।