AIIMS Kalyani Admission 2025

কল্যাণীর এমস-এ মিলবে একাধিক বিষয়ে কোর্স করার সুযোগ, শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া

কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৮:২১
Share:

এমস কল্যাণী। সংগৃহীত ছবি।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ একাধিক বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়েছে। চলতি বছরের জুলাই পর্বের জন্য কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে।

Advertisement

রাজ্যের এই মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানটির সমস্ত কোর্সই পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স (পিডিসিসি)। পাঠক্রমগুলির নাম — পিডিসিসি ইন মলিকিউলার অ্যান্ড বায়োকেমিক্যাল জেনেটিক্স, পিডিসিসি ইন হেড অ্যান্ড নেক ইনজুরি, পিডিসিসি ইন ভিট্রিরো রেটিনাল সার্জারি, পিডিসিসি ইন গ্লুকোমা, পিডিসিসি ইন জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন, পিডিসিসি ইন নিউরো অ্যানাস্থেশিয়া, পিডিসিসি ইন ট্রমাটোলজি, পিডিসিসি ইন পেডিয়াট্রিক অ্যালার্জি, পিডিসিসি ইন অ্যাডিকশন সাইকিয়াট্রি, পিডিসিসি ইন ফার্মাকোভিজিলেন্স। সব মিলিয়ে বিভিন্ন বিভাগে কোর্সগুলির জন্য শূন্যপদ রয়েছে ১২টি।

কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে পিডিসিসি ইন মলিকিউলার অ্যান্ড বায়োকেমিক্যাল জেনেটিক্সে কোর্স করতে হলে আগ্রহীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োকেমিস্ট্রিতে এমডি বা ডিএনবি থাকতে হবে। বাকি কোর্সগুলিতে ভর্তির জন্যও আলাদা যোগ্যতামান স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লিখিত।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের আবেদনের জন্য কোনও মূল্য দিতে হবে না। বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ১০ জুন আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের মূল্যায়ন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১৬ এবং ১৭ জুন প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে আয়োজন করা হবে ইন্টারভিউয়ের। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement