নিজস্ব চিত্র।
গত বছরই স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা গ্রহণের ক্ষমতা জয়েন্ট বোর্ডের হাত থেকে নিজেদের হাতে নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ বার স্নাতক প্রবেশিকার দায়িত্বও নিজেদের হাতে তুলে নিলেন কর্তৃপক্ষ।
২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশিকার দায়িত্বে ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বুধবার বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অ্যাডমিশন কমিটির বৈঠকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়। লিখিত প্রস্তাব বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও উপাচার্যের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোণার বলেন, “বেশিরভাগ বিভাগই ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে সহমত হয়েছে। প্রস্তাব বিবেচনা করবেন গভর্নিং বডির সদস্যের। পরবর্তী পদক্ষেপও সেখানেই স্থির হবে।”
উল্লেখ্য, ২০২৫ সালে ২১ এবং ২২ জুন স্নাতকে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকার আয়োজন করা হয়েছিল। এর পর ১০ জুলাই প্রকাশ করা হয় পরীক্ষার ‘আনসার কি’। কিন্তু ওবিসি সংরক্ষণ জটিলতার কারণে ফল বের হয় ২৫ অগস্ট।