Calcutta University

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা, দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি শিক্ষা দফতরের

২৮ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয় ১২ বিষয়ের পরীক্ষা রয়েছে। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মিছিল এবং সভার জন্য, ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে পৌঁছতে অসুবিধা হবে। এই মর্মে বেশ কিছু ছাত্র-ছাত্রী চিঠি দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:১২
Share:

নিজস্ব চিত্র।

তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ওই পরীক্ষার দিন পরিবর্তনের পরামর্শ দিয়ে এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর।

Advertisement

দফতরের এক কর্তা জানান, ২৮ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয় ১২ বিষয়ের পরীক্ষা রয়েছে। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মিছিল এবং সভার জন্য, ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে পৌঁছতে অসুবিধা হবে। এই মর্মে বেশ কিছু ছাত্র-ছাত্রী চিঠি দিয়েছেন। পড়ুয়াদের অসুবিধার কথা ভেবেই পরীক্ষার দিন বদলের আর্জি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোন‌ও বক্তব্য না পাওয়া গেলেও যেটা জানা যাচ্ছে উচ্চশিক্ষা দফতরের কাছ থেকে চিঠি হাতে পাওয়ার পর, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপৎকালীন সিন্ডিকেট বৈঠক ডাকা হয়েছে। সোমবার এই বৈঠক হবে। বৈঠকে এই চিঠি নিয়ে আলোচনা করা হবে। তারপরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই চিঠিকে মান্যতা দেওয়া হবে না আইনি আশ্রয় নেওয়া হবে।

Advertisement

আগামী ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ঘটনাচক্রে ওই দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক স্তরে (বিকম) এবং আইন বিভাগের স্নাতক স্তরে (বিএ এলএলবি) চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। দলীয় কর্মসূচির দিনে কেন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের ছাত্রশাখা। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এটিকে একটি ‘গভীর ষড়যন্ত্র’ বলে ব্যাখ্যা করেছেন। এটিকে কোনও সাধারণ ‘অ্যাকাডেমিক সিদ্ধান্ত’ হিসাবে দেখতে নারাজ তৃণমূলের ছাত্রনেতা। তাঁর দাবি, ‘‘এটি হল ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement